ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বাস ভাড়া বাড়ানো নিয়ে সরকার সঙ্গে সংঘাতে বাস মালিকরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, অক্টোবর ৭, ২০১২

কলকাতা: বাস ভাড়া নিয়ে রাজ্য সরকারের অনড় অবস্থানের ফলে এবার বাসমালিকদের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।

শনিবার মহাকরণে পরিবহন সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠক শেষেই রাজ্যের পরিবহন মদন মিত্র বলেন, কোনো অবস্থাতেই বাস ভাড়া বাড়ানো হবে না।

বাস ভাড়া বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি।

তিনি আরও বলেন, ‘‘সরকার বাস ভাড়া বাড়ানোর কথা ভাবছে না। উৎসবের মৌসুমে বাস মালিকদের ধর্মঘটে না যেতেই অনুরোধ করছি। সরকারের কাছ থেকে ভালো ব্যবহার পেতে হলে ধর্মঘটে যাবেন না ৷’’

সরকারের অনুরোধ অগ্রাহ্য করে বাস মালিকরা ধর্মঘটে গেলে কড়া ব্যবস্থারও হুঁশিয়ারিও দিয়েছেন পরিবহন মন্ত্রী।

কিন্তু অনড় বাস মালিকরাও দাবি মেনে ভাড়া না বাড়ানো হলে মঙ্গলবার থেকে কার্যত ধর্মঘটে নামারই ইঙ্গিত দিয়েছেন।

আনুষ্ঠানিকভাবে ধর্মঘটে না গেলেও জয়েন্ট কাউন্সিল বাস সিন্ডিকেট শনিবারই জানিয়ে দেয়, ৯ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পথে নামবে না ৩৭ হাজার বাস৷

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক সাধন দাস ও যুগ্ম সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বক্তব্যে স্পষ্ট, তারাও কঠোর মনোভাব নিতে চলেছেন।

অন্যদিকে, বেঙ্গল বাস সিন্ডিকেটসহ অন্যান্য পরিবহন সংগঠনগুলোর পক্ষ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভাড়া না বাড়ালে গাড়ি চালানো সম্ভব নয়৷ এ ব্যাপারে ৯ অক্টোবর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নেবে।  

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।