ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা-ঢাকা বাসে আগুন নরসিংদীতে, ত্রিপুরায় উদ্বেগ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, সেপ্টেম্বর ২১, ২০১২

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ঢাকাগামী সরকারি বাসে শুক্রবার নরসিংদীতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এ বাসটির কয়েকজন যাত্রীর নিখোঁজ থাকার খবরে আগরতলায় যাত্রীদের স্বজনেরা উদ্বেগ-আশঙ্কায় রয়েছেন।



দুপুর ১২টায় বাসটি ২২ জন যাত্রী নিয়ে আগরতলা থেকে রওনা দেয়। এর মধ্যে ৪ জন কলকাতার যাত্রী ছিলেন। তারা ট্রানজিট ভিসায় বাংলাদেশ হয়ে কলকাতায় যাচ্ছিলেন। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করার পর নরসিংদী শহরে বাসটির ওপর হামলা করা হয়।

জানা গেছে, নরসিংদী জনপ্রিয় আওয়ামী লীগ নেতা নিহত পৌরসভার মেয়র লোকমান হোসেনের খুনের মামলায় অভিযুক্ত এক আসামি জামিন পান। এরপরই আওয়ামী লীগের সমর্থকরা সড়ক অবরোধ করে ব্যাপক ভাংচুর চালান বেশ কিছু যানবাহনে।

ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের(টিআরটিসি) বাসটিতেও বিকাল সাড়ে ৩টার সময় ভাঙচুর চালানো হয়। এই সময় ভয়ে যাত্রীরা নেমে পালিয়ে যান। বিক্ষোভকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

বাসটির  অ্যাটেনডেন্ট রোকন বাংলানিউজকে ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে এ সংবাদ দেন।

তিনি জানিয়েছেন, ভয়ে পালিয়ে যাওয়া যাত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

টিআরটিসি’র ডিরেক্টর আর সি পোদ্দার ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, বাংলাদেশে যোগাযোগ করা হয়েছে। এখনো যাত্রীদের খোঁজ পাওয়া যায়নি।

এদিকে, যাত্রীদের সংবাদ জানার জন্য উদ্বিগ্ন পরিবারের লোকজন আগরতলা বাস টার্মিনাসে জড়ো হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।