নয়াদিল্লি: আগের ঘোষণা সংশোধন করে শুক্রবার ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রান্নার গ্যাসের উৎপাদন ও আমদানি শুল্ক পুরোপুরি ছাড় দেওয়া হবে। সপ্তম সিলিন্ডার থেকে মিলবে এই ছাড়।
ভর্তুকি দেওয়া প্রথম ছ’টি সিলিন্ডারে এই ছাড় পাওয়া যাবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তে সিলিন্ডারের দাম প্রায় ১৫০ রুপি কমে ৬০০ রুপির কাছাকাছি পৌঁছবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, যে সব ভারতীয় প্রতিষ্ঠান ব্যবসার জন্য বিদেশ থেকে ঋণ নিত তাদের করের পরিমাণ ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে করা হয়েছে।
এছাড়া শেয়ার বাজারে নতুন নিবেশক আনার জন্যে রাজীব গান্ধী ইকুইটি স্কিমেও সবুজ সংকেত দিয়েছেন অর্থমন্ত্রী।
চিদম্বরমের এই সংস্কার নীতি ঘোষণার পরই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার। এর পাশাপাশি সমাজবাদী দলের নেতা মুলায়ম সিংহের সিদ্ধান্ত শেয়ার বাজারকে আরও বেশি চাঙ্গা করে দিয়েছে। সেনসেক্স প্রায় ৪৫০ পয়েন্ট উঠে যায়। চলতি বছর এরআগে একদিনে এতবেশি ওঠেনি সেনসেক্স।
কেন্দ্রের সংস্কারমুখী সিদ্ধান্তের প্রতিবাদে আজ ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে তৃণমূল।
কিন্তু সমাজবাদী পার্টির মুলায়ম সিংহ যাদব জানিয়েছেন,সরকারকে তারা বাইরে থেকে সমর্থন দেবেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
আরডি/সম্পাদানা: শাহেদ হোসেন/এজে


