ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে হরতাল: দিল্লিতে বামদের সঙ্গে গ্রেফতার বরণ করলেন মুলায়ম

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, সেপ্টেম্বর ২০, ২০১২

নয়াদিল্লি: হরতালের সমর্থনে বৃহস্পতিবার দিল্লির যন্তরমন্তরে যৌথ বিক্ষোভ প্রদর্শনের পর সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সিপিআই’র প্রবীণ নেতা এবি বর্ধন, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিদের সঙ্গে গ্রেফতার বরণ করলেন মুলায়ম সিং।

কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব এদিন বামেদের পাশে এসে উপস্থিত হন ৷

ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাই এবং বহুপণ্যের খুচরা ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি অনুমোদনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে হরতালের সমর্থনে যন্তরমন্তরে যৌথভাবে বিক্ষোভ দেখায় বাম এবং সমাজবাদী পার্টির নেতারা।



বিক্ষোভ প্রদর্শনের পর সমর্থকদের নিয়ে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে গ্রেফতার বরণ করেন দুই দলের নেতারা।

বিক্ষোভকালে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে তৃতীয় রাজনৈতিক বিকল্পের কথা ভাবতে হবে বলে কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছেন মুলায়ম।

তৃতীয় বিকল্পের ইঙ্গিত দিয়ে ইয়েচুরি বলেছেন, “অকংগ্রেস ও অবিজেপি দলগুলোর একজোট হওয়া উচিৎ। ”

মানুষকে বিকল্প দিতে সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে এ দলগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠুক- এটাই তারা চাইছেন। মুলায়ম এ তৃতীয় মোর্চা ধাঁচের জোটের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত বলে উল্লেখ করেন ইয়েচুরি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।