ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

দশম বিধানসভার শেষ অধিবেশন শুক্রবার শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৪, সেপ্টেম্বর ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): শুক্রবার থেকে বসছে দশম বিধানসভার শেষ অধিবেশন। অধিবেশন চলবে দুই দিন।


সংসদীয় মন্ত্রী তপন চক্রবর্তী জানালেন এ খবর।

অধিবেশন হবে শুক্রবার এবং সোমবার। এ অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আসবে।
আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধান সভার নির্বাচন। নির্বাচনের আগে এটাই শেষ বিধানসভা অধিবেশন। পরবর্তী অধিবেশন বসার কথা নির্বাচনের পর এপ্রিল মাসে।

এদিকে বেশ কিছু ইস্যুতে বিরোধীরাও শেষ বিধানসভায় সরকার পক্ষকে ঘায়েল করার চেষ্টা করবে বলে খবর।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।