ঢাকা, সোমবার, ১১ কার্তিক ১৪৩২, ২৭ অক্টোবর ২০২৫, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ধর্মঘট ইস্যুতে মুখোমুখি দুই প্রধান রাজনৈতিক দল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, সেপ্টেম্বর ১৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বৃহস্পতিবার ধর্মঘটের পক্ষে প্রচারে উত্তাল হয়েছে ত্রিপুরা রাজ্য। এদিকে ধর্মঘটের বিরোধিতায় রাস্তায় নামছে কংগ্রেসও।

সব মিলিয়ে ত্রিপুরায় ধর্মঘটের ইস্যুতে মুখোমুখি দুই প্রধান রাজনৈতিক দল।

ডিজেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের সিলিন্ডারের উপর সরকারের ভূর্তকি তুলে দেওয়া, সর্বশেষে খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে আগামী ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ত্রিপুরা বন্‌ধের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট কমিটি। শুধু ত্রিপুরাতেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দল ২০ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে।

এদিকে কংগ্রেস নেতৃত্ব আগামী ২০ সেপ্টেম্বর গোটা দেশে এন ডি এ ও তার সহযোগী দল এবং রাজ্যের বামফ্রন্টের ডাকে ১২ ঘণ্টার বন্‌ধকে অনৈতিক বলে আখ্যা দিয়ে এর বিরোধিতা করবেন বলে জানান। ”

বৃহস্পতিবার রাজ্যের সর্বত্র রাস্তায় নেমেছে দুই প্রধান রাজনৈতিক দল কংগ্রেস এবং সি পি এম। কংগ্রেস ২০ সেপ্টেম্বরের ধর্মঘটের বিরোধিতা করে মিছিল সভা করছে। অন্যদিকে সিপিএম ত্রিপুরা জুড়ে প্রচারের তুফান ছুটিয়েছে ধর্মঘটের সমর্থনে।

বলা যায়, বুধবার ত্রিপুরার সর্বত্র শক্তি পরীক্ষায় নেমেছে দুই রাজনৈতিক দল।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।