ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, সেপ্টেম্বর ১৭, ২০১২

কলকাতা: ডিজেলের মূল্য বাড়ায় বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবিতে সোমবার থেকে অনির্দষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে বাস মালিকদের সংগঠনগুলো।

এদিন সকাল থেকে সড়কে কোন বাস চলছে না।

ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় ধর্মঘটে নেমেছে বেঙ্গল বাস সিন্ডিকেট ও জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। সোমবার রাস্তায় নামেনি প্রায় ৩৭ হাজার বাস।
 
এদিকে সোমবার বিশ্বকর্মা পুজা হলেও বেশিরভাগ বেসরকারি স্কুল খোলা ছিল। স্কুলে যাওয়ার পথে চরম বিপাকে পড়ে ছাত্রছাত্রীরা।

রাজ্যের কোথাও বাস চলছে না বললেই চলে। মিনিবাস যা চলছে তা একেবারেই অপ্রতুল।

ফলে কলকাতাবাসীর ভরসা এখন ট্রাম আর মেট্রো। কিন্তু জেলায় পায়ে হাঁটা, কিংবা ট্যাম্পো ছাড়া কোনো বিকল্প নেই।

বাস বন্ধ থাকায় কলকাতায় মেট্রোতে পা ফেলার জায়গা নেই।   নিত্যযাত্রীদের অভিজ্ঞতা খুব করুণ। অনেকেই বলছেন, মেট্রোর ভেতর দম ফেলা দায় হয়ে দাঁড়িয়েছে। সুযোগ বুঝে অটো, ট্যাক্সির ভাড়াও বেশি চাওয়া হচ্ছে।

বাস ধর্মঘটের প্রভাব পড়েছে জেলায়-জেলায়। বেসরকারি বাস এদিন সড়কে নামেনি। প্রয়োজনের তুলনায় সরকারি বাস অনেক কম। ফলে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। মালদা থেকে দুর্গাপুর, বর্ধমান থেকে সিউড়ি-সর্বত্র এক চিত্র।

এদিকে পরিবহনমন্ত্রী মদন মিত্র বাস মালিক সমিতির সমালোচনা করে বলেছেন, “বাস না চালালে মালিকেরা পারমিট ফেরত দিয়ে দিন। অনেক বেকার যুবক পারমিট নিয়ে বাস চালাবার জন্য প্রস্তুত আছেন। রাজ্য সরকার তাদের সব রকমের সহযোগিতা করবে। ”

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।