ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আরএসএস’র সাবেক প্রধান কে এস সুদর্শন মারা গেছেন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, সেপ্টেম্বর ১৫, ২০১২

নয়াদিল্লি: ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সাবেক প্রধান কে এস সুদর্শন শনিবার সকালে মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

হৃদরোগে আক্রান্ত হয়ে ছত্তিসগড় রাজ্যের রায়পুরে জীবনাবসান হয় তার।

আরএসএসের পক্ষ থেকে বিকাশ তেলাঙ্গ জানিয়েছেন, এদিন সকালেও প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন সুদর্শন। বাড়ি ফিরে দৈনিক কসরত করার সময় পড়ে যান তিনি। পরে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে।

২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ছিলেন তিনি। ইদানীং আংশিক স্মৃতিভ্রংশ হয়েছিল তার। টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার সুদর্শনের আদি নিবাস কর্ণাটক। তবে অবসরের পর মধ্যপ্রদেশে থাকতেন। রোববার শেষকৃত্য সম্পন্ন হবে তার।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।