ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

উড়িশ্যায় হরতালে ব্যাপক অশান্তি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, সেপ্টেম্বর ১০, ২০১২

কলকাতা: রাজ্যের বিরোধী দল কংগ্রেসের ডাকা সোমবারের হরতালে ব্যাপক অশান্তি ছড়াল উড়িশ্যায়।

হরতালের ব্যাপক প্রভাব পড়েছে রাজ্যজুড়ে।

সকাল থেকে দোকান বাজার বন্ধ, পথে নামেনি বাস, ট্যাক্সি, অটো রিকশা।   প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। প্রায় ‌১২ ঘণ্টা দেরিতে চলছে ট্রেনগুলি।

এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষের সংবাদ পাওয়া গেছে। পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে সরাসরি সংঘর্ষ চলে বিভিন্ন সড়কে। হরতাল চলাকালে সড়কে বাস পুড়িয়েছে পিকেটাররা।

ভুবনেশ্বরে হরতাল সমর্থকরা অটোয় হামলা চালায়। বিভিন্ন বাসকে লক্ষ্য করে ইটও ছোঁড়ে তারা। অশান্তি ছড়ানোর দায়ে এখনও পর্যন্ত ২শ’ জন পিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। ভুবনেশ্বরের বিভিন্ন এলাকায় ৫১ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

রাজ্যের কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়ক অবশ্য দাবি করেছেন হরতাল সর্বাত্মক সফল। সংঘর্ষের ঘটনায় তার দলের সমর্থকরা কেউ দায়ী নয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কংগ্রেসের সভা চলাকালে পুলিশি অভিযানে আহত হন বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। এরই প্রতিবাদে হরতালের ডাক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।