ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

গরমে অতিষ্ঠ ত্রিপুরার মানুষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, সেপ্টেম্বর ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): তীব্র গরমে অতিষ্ঠ ত্রিপুরা রাজ্যের মানুষের জনজীবন। শনিবার রাজ্যের তাপমাত্রা ছিল চলতি মৌসুমের মধ্যে সবচেয়ে বেশি।



আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবারা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। তার ওপর বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশের ওপর। সব মিলিয়ে গরমে জেরবার জনজীবন।

গরমের পাশাপাশি রাজ্যের মানুষকে বার বার সহ্য করতে হয়েছে লোডশেডিংয়ের উৎপাতও। গরম বাড়ায় আর বিদ্যুৎহীনতায় সাধারন মানুষ নাকাল হয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।