ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন কেন্দ্রীয়মন্ত্রী শচিন পাইলট

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, সেপ্টেম্বর ৬, ২০১২

নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে বৃহস্পতিবার যোগ দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শচিন পাইলট। রাজধানী নয়াদিল্লিতে টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছেন তিনি।



দুপুরে ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংহের উপস্থিতিতেই ওই পদে যোগ দেন তিনি।

সম্প্রতি তিনি এলাহাবাদে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেওয়ার জন্য  লিখিত পরীক্ষা দেন । তাতে নির্বাচিত হওয়ার পরই বৃহস্পতিবার যোগ দেন লেফটেন্যান্ট পদে। এরপরই প্রশিক্ষণ নেওয়ার জন্য যাবেন দেরাদুনের মিলিটারি একাডেমিতে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।