ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ৩২ হাজার রুপি পৌঁছেছে ১০ গ্রাম সোনার দাম

নয়াদিল্লি ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, সেপ্টেম্বর ৬, ২০১২

নয়াদিল্লি: ভারতে আরো একপ্রস্থ বাড়ল সোনার দাম। এই প্রথম ৩২ হাজার রুপির গণ্ডি ছাড়াল ১০ গ্রাম সোনার দাম।

গত দুই সপ্তাহে ১০ গ্রাম সোনার দাম ১ হাজার ৫৫৫ রুপি বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৩০০ রুপি।

বিশ্ববাজারে সোনার দাম ক্রমাগত বাড়ার কারণেই এ বৃদ্ধি বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ইউরো জোনের ঋণ সংকট কাটাতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক সরকারি বন্ড কেনার উর্ধ্বসীমা তুলে দিতে পারে বলে জল্পনা চলছে বিশ্ববাজারে।

এর ফলে বন্ডের বিকল্প হিসেবে সোনায় বিনিয়োগের কথা ভাবছেন অনেকেই। এ জল্পনার কারণে বিশ্ববাজারে সোনার চাহিদা বাড়ায় ক্রমাগত সোনার দাম বাড়ছে বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীদের একাংশ।

অন্যদিকে, সামনেই বিয়ের মৌসুম । ফলে বিশ্ববাজারের পাশাপাশি ভারতেও পাল্লা দিয়ে বাড়ছে সোনার চাহিদা। বিশষজ্ঞ মহলের ধারণা, এ দুইয়ের মিলিত চাহিদার প্রভাব পড়ছে সোনার দামে।

সোনাসহ বহুমূল্য ধাতুর ক্ষেত্রে ভারত মূলত আমদানি নির্ভর হওয়ার কারণে বিদেশের বাজারে সোনার দামের উত্থান-পতনই দেশের বাজারে সোনার দাম নির্ণয় করে।

লন্ডনে সোনার দাম ০.৯৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১৭০৯.৭০ মার্কিন ডলার ছুঁয়ে নতুন রেকর্ডে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।