ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় দ্বিতীয় মহিলা থানা উদয়পুরে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, সেপ্টেম্বর ৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বুধবার রাজ্যের দ্বিতীয় মহিলা থানার শুভ সূচনা হল উদয়পুরে। নতুন থানা ও ভবনের উদ্বোধন করেন আই জি পি রাজীব সিংহ।



রাজ্যের প্রথম মহিলা থানা স্থাপন করা হয় আগরতলায়।

রাজীব সিংহ জানান, রাজ্যের প্রত্যেকটি জেলায় একটি করে মহিলা থানা খোলা হবে। যার পরিকল্পনা রাজ্য পুলিশ প্রশাসন হাতে নিয়েছে। নারীরা যাতে সুনির্দিষ্ট অভিযোগ লিপিবদ্ধ করতে পারে তার জন্যই এই উদ্যোগ।

উদ্বোধন করে আই জি পি রাজীব সিংহ বলেন, পৃথক মহিলা থানা হওয়ার ক্ষেত্রে মহকুমার মহিলাদের সুবিধা হয়েছে। তারা এখানে এসে সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারবেন। এখন কোন অভিযোগ বা কোন বিষয়ে মামলা করতে অসুবিধার সন্মুখীন হতে হবে না।

উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এস পি ক্ষিরোগ নানা সুন্দরম, এডিশন্যাল এস পি এল ডার্লং সহ রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
টিসি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।