ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ২৬ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, সেপ্টেম্বর ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ফের ফেনসিডিল আটক করেছে বিএসএফ। এবার ভারতীয় টাকায় প্রায় ২৬ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার করছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।

 

বুধবার বিকালে পানিসাগর থেকে আগরতলায় আনার পথে এই ফেনসিডিল আটক করে জওয়ানরা। একটি আলুর ট্রাকে করে এই বেআইনি নেশার সামগ্রী আনা হচ্ছিল।

আলুর বস্তার নিচে রাখা ছিল ৩৩ হাজার বোতল ফেনসিডিল। প্রত্যেকটি বোতলের বাজার মূল্য ভারতীয় টাকায় প্রায় ৮০ টাকা।

এসকে তাইনুশ এবং হাফিজুল কাজী নামে দুই জনকে গ্রেফতার করে বিএসএফ। তাদের বাড়ি পশ্চিমবঙ্গের বর্ধমানে।

ধৃতরা জানিয়েছে, এই নেশার সামগ্রী বাংলাদেশে নিয়ে জাবার জন্য আগরতলায় আনা হচ্ছিল।
এ বছর এখন পর্যন্ত কয়েক কোটি টাকা মূল্যের ফেনসিডিল আটক করেছে বিএসএফ।

বাংলাদেশ সময় : ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫,  ২০১২
তন্ময়/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।