ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

জলপাইগুড়িতে ৩ বাংলাদেশি গ্রেফতার

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, সেপ্টেম্বর ৩, ২০১২

শিলিগুড়ি: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে আসা তিন বাংলাদেশি গ্রেফতার হলো পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দলগাঁও রেলস্টেশনে।

আটক বাংলাদেশি নাগরিকদের নাম মুহম্মদ নুরউদ্দিন, রাজা মিঞা ও মুহম্মদ কুতুব শাহ।

তাদের সবার বাড়ি ঢাকা জেলায় বলে জানা গেছে।

রেল পুলিশ জানিয়েছে, ভারতে কাজ দেওয়ার নাম করে এক দালাল এদের ৩০ হাজার বাংলাদেশি টাকার বিনিময়ে এদেশে নিয়ে আসে। গত ২২ আগস্ট তারা হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ৩১ আগস্ট পর্যন্ত শিলিগুড়ি শহরে থাকার পর ওই দিনই বাসে তাদের বীরপাড়া নিয়ে আসার সময় রাস্তায় ওই দালাল তাদের রেখে বাস থেকে নেমে যায়।

দলগাঁও স্টেশনে এদের বসে থাকতে রেল পুলিশ আরপিএফের সন্দেহ হলে তাদের আটক করা হয়। রোববার তাদের আদালতে পাঠানো হলে বিচারক ৯০ দিনের জেল হাজত দেন। এদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজ ছিল না।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।