ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

নদিয়া সফরে গিয়ে প্রশাসনিক কাজে ক্ষুব্ধ মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, আগস্ট ২৯, ২০১২

কলকাতা: নদিয়ার প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে বুধবার পুনরায় জেলা সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিনের সফরের শুরুতেই নদিয়ায় প্রশাসনিক কাজকর্মে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

জেলায় বহু প্রকল্পের কাজ বন্ধ হয়ে রয়েছে। সড়কের অবস্থা খুবই খারাপ। প্রশাসনিক বৈঠকে আগামী ৬ মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কৃষ্ণনগর সার্কিট হাউসের মাঠে এদিন প্রশাসনিক বৈঠক করেন তিনি। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রেলমন্ত্রী মুকুল রায়সহ অন্যান্য মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা।

এরপর মুখ্যমন্ত্রী বহরমপুরে যাবেন। জনসভার পর সেখানেও প্রশাসনিক বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। একদিকে নিয়ম ভেঙে যথেচ্ছভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে প্রশাসনিক বৈঠকে কংগ্রেস এবং বাম সাংসদ, বিধায়কদের আহ্বান না জানানোয়, সৌজন্যবোধের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করে দলীয় কর্মসূচি করছেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
আরডি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।