ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৯, আগস্ট ২৯, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকপ ক্রমশ বেড়েই চলেছে। সোমবার ডেঙ্গুতে ১২ বছরের এক কিশোর কলকাতার বি সি রায় হাসপাতালে মারা য়ায়।

তার নাম রাহুল দাস। সে ট্যাংরার বাসিন্দা। গত শুক্রবার সে হাসপাতালে ভর্তি হয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী,  এনএসওয়ান টেস্ট অনুযায়ী ২১ আগস্ট পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল ১৭২ জন, ২৭ আগস্ট সেই সংখ্যা বেড়ে
দাঁড়িয়েছে ৫৪২ জন।

তবে রাজ্যবাসীকে ভয় না পাওয়ার কথা বলেছে সরকার। জ্বর হলে রক্ত পরীক্ষা করতে হবে। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন পৌরসভা থেকে বিভিন্ন জায়গায় মশার
ওষুধ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
আরডি/এসএনএইচ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।