ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সাত হাজার কংগ্রেস কর্মী সিপিএমে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, আগস্ট ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): কংগ্রেস ছেড়ে মানুষ বামফ্রন্টের শিবিরে যোগ দিচ্ছেন বলেই দাবি করলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর।

তিনি জানান, গত পাঁচ মাসে সাত হাজার কংগ্রেস কর্মী তাদের সঙ্গে যোগ দিয়েছেন।



বিজন ধর বলেন, “আগামী দিনে রাজ্যে কংগ্রেস আরও দুর্বল হবে। ”

যদিও এখন পর্যন্ত বিজন ধরের মন্তব্যের উপর কংগ্রেস কোন প্রতিক্রিয়া জানায় নি।

সি পি আই (এম)  সদর কার্যালয়ে মুখপাত্র গৌতম দাস এবং সি পি আই (এম) রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় সাংবাদিকদের অবহিত করেন।

সম্পাদক বলেন, “১৪ দফা দাবির সমর্থনে গত মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রচার অভিযানের অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘরোয়া সভা, পথসভা ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমস্ত পার্টির সভাগুলোতে গত ৫ মাসে বিরোধী কংগ্রেস এবং আই এন পি টি দলের প্রায় ৭ হাজার কর্মী সমর্থক সি পি আই এমে যোগদান করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।