ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

চলে গেলেন কমিউনিস্ট নেতা মাখন চক্রবর্তী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, আগস্ট ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : মারা গেলেন বর্ষীয়ান কমিউনিস্ট নেতা মাখন চক্রবর্তী। দীর্ঘ রোগভোগের পর রোববার জিবি হাসপাতালে তিনি  শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কল্যাণপুরে চার বারের এই বিধায়ক মাখন চক্রবর্ত্তী।

বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি। গত এক মাস যাবৎ জিবি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। জুনের দাঙ্গার সময় উগ্রবাদীরা তার পরিবারের ছয়জনকে হত্যা করেছিল। তারপরও প্রয়াত এই নেতা কমিউনিষ্ট আন্দোলন তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলনে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে রাজ্যের সিপিআইএম কর্মী-সমর্থকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জিবি হাসপাতালে ছুটে যান সি পি আই এম নেতা কর্মীরা। সেখান থেকে শব দেহ নিয়ে আসা হয় মেলারমাঠস পার্টির সদর বিভাগীয় কমিটির কার্যালয়ে।

প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় সি পি আই এম রাজ্য দপ্তরে। সেখানে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান সি পি আই এম রাজ্য সম্পাদক বিজন ধর, পলিটব্যুরুর সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রী মানিক দে, বিধায়ক পবিত্র কর, সি পি আই এম কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস, সি আই টি ইউর রাজ্য নেতা পীযুষ নাগ, বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার, সাংসদ খগেন দাস, বিধায়ক নারায়ণ রূপিণী, এডিসির মুখ্য কার্য নির্বাহী সদস্য রণজিৎ দেববর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১৯৭৮ সাল থেকে তিনি পরপর চারবার কল্যাণপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন।
 
বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, আগষ্ট ২৭, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।