ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

‘টাকা দিয়ে কথা বলাচ্ছে মিডিয়ার একাংশ’- অভিযোগ মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, আগস্ট ২৫, ২০১২

কলকাতা: ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রোষের মুখে পড়ল সংবাদমাধ্যম। ‘টাকার বিনিময় কথা বলছে মিডিয়ার একাংশ’- শনিবার এমনটাই অভিযোগ করলেন তিনি।



কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনে ভাষণে তিনি বলেন, ‘‘এখনকার মিডিয়া বিজনেস হাউস তৈরি করে। ’’

মুখ্যমন্ত্রী অভিযোগ করে আরো বলেন, ‘‘সেই বিজনেস হাউসের শিখিয়ে দেওয়া কথাই বলতে হয় সেই সংবাদ মাধ্যমকে। সরকার বিরোধী কুৎসা রটানোর জন্য টাকা দিয়ে লোক কেনে।   মিডিয়া যেটা বলছে, সেটা তাদের ব্যবসায়িক স্বার্থে বলছে, মানুষের স্বার্থে নয়। ’’

এমন কি মিডিয়া আত্মহত্যা ও ধর্ষণকে প্ররোচনা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘সত্যি ঘটনা তুলুন। কিন্তু মানুষের মনে ক্রিমিনাল অফেন্স তৈরি করার চেষ্টা করবেন না। ’’  

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৩৫ বছরের সিপিএমকে সরানোর চ্যালেঞ্জ ছিল৷ এবার, বাংলার উন্নয়নই দ্বিতীয় চ্যালেঞ্জ। শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার চার দশমিক এক শতাংশ৷ আমি রেলমন্ত্রী থাকাকালে রাজ্য ১৬টি রেলের কারখানা পেয়েছে৷’’

তিনি অভিযোগ করে বলেন, বড় শিল্প গোষ্ঠীগুলোকে রাজ্যে আসতে অনেকে বাধা দিচ্ছেন৷

বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বলেন, ৩৪ বছরে রাজ্যের সর্বনাশ করেছে সিপিএম৷ মহাকরণ থেকে ফাইল পর্যন্ত উধাও৷

এমনকি কটাক্ষ করে সিপিএমকে এখন ঘুমিয়ে থাকারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।