ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ফের সক্রিয় হওয়ার চেষ্টায় সন্ত্রাসীরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, আগস্ট ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরায় আবারো সন্ত্রাসবাদীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন আসাম রাইফেলসের আই জি (পূর্ব) মেজর জেনারেল সতীশ দোয়া।

তিনি বলেছেন, গত কয়েক বছর ধরে রাজ্যে সন্ত্রাসবাদীরা তেমন কোনো অশান্তি সৃষ্টি করতে পারছে না।

সন্ত্রাসবাদীরা এখানে ক্ষয়িষ্ণু।

তারা চাইছে আবার এ রাজ্যে শক্তি সঞ্চয় করতে। এতে করে মেজর জেনারেল সতীশ দোয়া রাজ্যবাসীকে সতর্ক করে দিয়েছেন।

শুক্রবার দু’দিনের সফরে তিনি রাজ্যে আসেন। এদিন সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারেরে সঙ্গে দেখা করেন তিনি। সন্ত্রাসবাদীদের সক্রিয় হয়ে ওঠার ঘটনা জানিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দেন তিনি।

রাজ্যে অবস্থানরত প্রতিটি নিরাপত্তাকর্মীকে সজাগ থাকার জন্যও পরামর্শ দেন তিনি।   শুক্রবার রাতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শনিবার তিনি সন্ত্রাসবাদী সমস্যা সংকীর্ণ রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে দেখবে বলে জানা গেছে।

মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের সময়  সঙ্গী ছিলেন ব্রিগেডিয়ার এন কে মিস্ত্র।

বাংলাদেশ সময় : ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১২
তন্ময়/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর / সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।