ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং বেড়াতে গেলে প্রবেশ কর দিতে হবে

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৫, আগস্ট ২৪, ২০১২

শিলিগুড়ি: এবার পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ে বেড়াতে গেলে দিতে হবে প্রবেশ কর। এবার পর্যটক পিছু কর ধার্য্য করার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা।



আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটক পিছু প্রতিদিন ১০ রুপি করে কর ধার্য্য করা হবে বলে পৌরসভা সূত্রে বৃহস্পতিবার জানানো হয়েছে।

তবে কর চালু করার প্রভাব পাহাড়ের পর্যটন শিল্পের ওপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে মোর্চা নেতৃত্বের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে পৌরসভার আধিকারিকদের।

এর আগেও শহরে প্রবেশের সময় প্রতি গাড়ি থেকে মাথাপিছু ৩ রুপি করে এককালীন প্রবেশ কর চালু করে দার্জিলিং পুরসভা। সেক্ষেত্রে পর্যটকদের আলাদা করে চিহ্নিত করার সমস্যা হওয়ায় কর নেওয়া বন্ধ হয়ে যায়।

সেই সমস্যা দূর করতে এবার হোটেলের বিলের সঙ্গেই পর্যটকদের প্রয়োজনীয় কর নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজেদের রাজস্ব বাড়াতে এই সিদ্ধান্তকে আপাতত জরুরি বলেই মনে করছেন তারা।  

বাংলাদেশ সময়: ০৫৪১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।