ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী পালিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, আগস্ট ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা রাজ্যে পালিত হয়েছে  ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী। এ উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



প্রয়াত এ নেতার জন্মবার্ষিকী উপলক্ষে রাজীব ভবনের সামনে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সুদীপ রায়বর্মণ ও বিধায়ক গোপাল রায়।

রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবনের সামনে মূল অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ। প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস সভাপতিসহ যুব কংগ্রেস সভাপতি, এনএসইউআই’র রাজ্য সভাপতি ও অন্যান্য কংগ্রেস নেতারা।

পরে গান্ধীঘাটে প্রয়াত নেতার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য প্রদান করেন কংগ্রেস নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্যবার রাজীব গান্ধীর জন্মদিন এতো ঘটা করে উদযাপিত হয় না রাজ্যে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এবার বাড়তি উদ্যোগ নিয়েছে কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।