ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধানসভা নির্বাচনের জন্য সিপিএম একদম প্রস্তুত: বিজন ধর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, আগস্ট ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বিধানসভা নির্বাচনের জন্য সিপিএম একদম প্রস্তুত। প্রায় চূড়ান্ত হয়ে গেছে দলের প্রার্থী তালিকাও।

সাংবাদিকদের এ খবর জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর।

এর আগে সিপিএমের কোনো নেতা দলের নির্বাচনী প্রস্তুতি নিয়ে এভাবে প্রকাশ্যে মুখ খোলেননি। রাজ্য সম্পাদকই পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন দলের প্রস্তুতির কথা।

তিনি পরিষ্কার ভাষায় বলেন, “নির্বাচন ঘোষণা হলেই প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হবে। সিপিআইএম নির্বাচনের জন্য প্রস্তুত। ”

দল যে নির্বাচনে জেতার ব্যপারে একশ ভাগ আশাবাদী বিজন ধরের বক্তব্যেই তা ফুটে উঠেছে।

সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর আরো বলেন, কংগ্রেস ও আইএনপিটি সন্ত্রসবাদীদের নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করলে আগামী ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তাদের আসন আরো কমবে। বর্তমান আসন সংখ্যাও ধরে রাখতে পারবে না। বিরোধী কংগ্রেস-আইএনপিটি হতাশাগ্রস্ত রাজনৈতিক দল। তারা কোণঠাসা জঙ্গিদের সাহায্য নিতে চাইছে। এর জন্য রাজ্যের সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে বিজন ধর জানান। রাজ্যে যে শান্তি-সম্প্রীতির বাতাবরণ তা নষ্ট করতে এরা চেষ্টা চালাচ্ছে। এসব আসলে হতাশাগ্রস্তদের রাজনৈতিক ষড়যন্ত্র।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।