ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

তিস্তা নিয়ে বাংলাদেশের অসন্তোষ যথার্থ : জয়রাম রমেশ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, আগস্ট ১১, ২০১২

নয়াদিল্লি: তিস্তার পানি বণ্টন ও ছিটমহল বিনিময় নিয়ে বাংলাদেশের অসন্তোষ সঠিক বলেই মনে করেন সদ্য ঢাকা সফর থেকে দেশে ফেরা ভারতের গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ।

নয়াদিল্লিতে শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্মতি দিলেই তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষর হবে।

একথা তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে এসেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে এ বিষয়ে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেছেন। তার কিছু উদ্বেগের বিষয় রয়েছে- সেই উদ্বেগ দূর করে চুক্তি হবে। তিস্তা ও ছিটমহল বিনিময়ের বিষয়ে বাংলাদেশ সরকারের অসন্তোষ আছে এবং এটা যথার্থ। আমরাও বুঝি ভারত ও বাংলাদেশের মধ্যে সর্ম্পকের উন্নতির জন্য এই দুই চুক্তির রূপায়ণ জরুরি।

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।