ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বাস খাদে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, আগস্ট ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : বাস খাদে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার খুব সকালে শিলংয়ের কাছে ঘটে এ দুর্ঘটনা।



বাসটি আগরতলা থেকে গুয়াহাটি যাচ্ছিল। নিহতদের মধ্যে বেশিরভাগই আগরতলার বলে জানা গেছে। বাসটি ছিল আগরতলার শেরওয়ালি ট্রেভ্যালসের।

দুর্ঘটনাটি ঘটে মেঘালয় এবং আসাম সীমান্তের কাছে তামসেং নামক একটি গ্রামে।

পুলিশ জানিয়েছে. ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে বাসটি খাদে পড়ে যায়। পরে পুলিশ গিয়ে ২২টি লাশ উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ২২ জনের।
আহত ৬ জনকে পাঠানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত এবং আহতদের সম্পূর্ণ পরিচয় এখনো জানা যায়নি।

ত্রিপুরা রাজ্য প্রশাসন আসাম এবং মেঘালয় সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কিন্তু এলাকাটি মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ি এলাকার অন্তর্গত। ঠিকভাবে যোগাযোগ করা যাচ্ছে না।

সাম্প্রতিক সময়ে এতো বড় দুর্ঘটনা আর ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।