ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

জলবায়ু পরিবর্তনে ত্রিপুরা পাচ্ছে ১২৫০ কোটি রুপি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, আগস্ট ৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  জলবায়ু পরিবর্তনের ওপর কাজ করার জন্য ত্রিপুরা রাজ্য পাচ্ছে ১২৫০ কোটি রুপি। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ওই অর্থের মঞ্জুরি দিয়ে দিয়েছে।



এ খবর জানিয়েছেন রাজ্যের বিজ্ঞান ও পরিবেশ মন্ত্রী জয়গোবিন্দ দেবরায়। তিনি জানিয়েছেন, রাজ্যের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের ওপর একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।  

ত্রিপুরাসহ গোটা উত্তর-পূর্বাঞ্চল রয়েছে জৈববৈচিত্র্যের হট জোনে। এখানে পাওয়া যায় অসংখ্য প্রজাতির গাছপালা এবং প্রাণী। তাছাড়া রাজ্যের ৬০ শতাংশের বেশি জমি রয়েছে অরণ্যে আচ্ছাদিত। কিন্তু সম্প্রতি এ অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। ঋতুর সময়সীমা পালটে যাচ্ছে।

জয়গোবিন্দ দেবরায় আরো জানান, উত্তর-পূর্বাঞ্চল, যেখানে দেশের সব চেয়ে বেশি বৃষ্টি হয় তা এখন দাঁড়িয়েছে মাঝারি বৃষ্টিপাতে। এসব বিবেচনা করেই রাজ্য সরকার পরিবেশের ওপর কাজ করার জন্য একটি পরিকল্পনা পাঠিয়েছিল। যা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।