ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ঢাকা সফরে আসছেন জয়পাল রমেশ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, আগস্ট ১, ২০১২

নয়াদিল্লি: আগামী ৫ আগস্ট ২ দিনের বাংলাদেশ সফরে আসছেন ভারতের গ্রামোন্নয়নমন্ত্রী জয়পাল রমেশ।

তিনি ঢাকায় নারী ক্ষমতায়ন নিয়ে একটি আন্তর্জাতিক আলোচনা সভায় যোগ দেবেন।



এ সফরে তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কূটনৈতিক দূত রূপে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন।

ভারত যে তিস্তা চুক্তি নিয়ে আন্তরিক এই সফরে সে বার্তা তিনি দেবেন ভারত সরকারের পক্ষ থেকে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আরও কিছু সময় চাইতে পারে দিল্লি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।