ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

জম্মু সীমান্তে লড়াই, অনুপ্রবেশকারী জঙ্গি নিহত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, আগস্ট ২০, ২০১২

নয়াদিল্লি: ফের পাকিস্তানের মাটি থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে সোমবার ভারতের জম্মু ও কাশ্মীরে। তবে নিয়ন্ত্রণ রেখা নয়, এবার পাক পাঞ্জাব ও জম্মুর আখনুরের মধ্যবর্তী স্বীকৃত আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের চেষ্টা চালায় জঙ্গিরা।



জম্মু ও কাশ্মীরের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। সীমান্তের আখনুর সেক্টরে পাক রেঞ্জার্স এবং বিএসএফের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। সে সময়ই গুলিতে নিহত হয় ওই অনুপ্রবেশকারীর।

এর ফলে জম্মু ও কাশ্মীর সীমান্তে ফের অস্ত্র সংবরণ লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে।

বিএসএফের দাবি, জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দিতেই সীমান্তের ওপার থেকে লাগাতার গুলিবৃষ্টি করে চলেছে পাক রেঞ্জার্স ও সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।