ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

শেখ হাসিনার ভূমিকা দুঃসাহসিক : মানিক সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, জুলাই ২৬, ২০১২
শেখ হাসিনার ভূমিকা দুঃসাহসিক : মানিক সরকার

আগরতলা : পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের কড়া সমলোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা দুঃসাহসিক বলে অ্যাখায়িত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বুধবার সন্ধ্যায় আগরতলার নজরুল কলাক্ষেত্র ভারত-বাংলাদেশের একটি চিত্র প্রর্দশনীর উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, বাংলাদেশের পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংক হাত তুলে নিয়েছে। এর পিছনে আছে মার্কিন সাম্রাজ্জ্যবাদ। এরা নয়া উপনিবেশিক ব্যবস্থা কায়েম করতে চায়। আর তা না করতে দিয়ে শেখ হাসিনা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি দুঃসাহসিক নেত্রী।

তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মান নিয়ে ভারত সরকারের উদার দৃষ্টিভঙ্গি দেখালে ভালো হবে। শেখ হাসিনা যে ভূমিকা পালন করেছেন, এ রকম যদি আমাদের (ভারত) দেশের রাষ্ট্রপ্রধানরা দেখাতে পারেন তা হলেই মঙ্গল।

এদিনের অনুষ্টানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ও ত্রিপুরার উচ্চ শিক্ষামন্ত্রী অনিল সরকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ৮ জন ও ত্রিপুরার ১৪ জন চিত্রকরের ছবি এই প্রর্দশনীতে স্থান পেয়েছে।

বাংলাদেশ সময় : ১১৩৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।