ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রায় এক মাস পর ত্রিপুরায় এল মালগাড়ি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, জুলাই ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : প্রায় এক মাস পর ত্রিপুরা রাজ্যে প্রবেশ করল ট্রেন। মঙ্গলবার রাতে চিনির ওয়াগন নিয়ে একটি ট্রেন আগরতলায় আসে।



গত ২৫ জুন থেকে পাহাড় লাইনে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে ছিল প্রচণ্ড বৃষ্টি আর ধসের কারণে। যার ফলে রেল পথে বিচ্ছিন্ন হয়ে যায় ত্রিপুরা, মিজোরাম ও আসামের কাছাড় জেলা। আসামের ভেতর পাহাড় লাইনে ধস পড়ে বন্ধ হয়ে গেছে লামডিং-আগরতলা রেল যোগাযোগ।

এলাকাটি বদরপুর থেকে ১৩০ কিলোমিটার দূরে। ধসের কারণে আগরতলা-লামদিং”র দু’টি ট্রেন হাজার খানেক যাত্রী নিয়ে মাঝ রাস্তায় আটকে থাকে চার দিন।

আগরতলা থেকে কোন ট্রেন লামডিঙ্গ’ এর পর যাচ্ছিল না। লামডিঙ্গ হয়েই পৌঁছুতে হয় গুয়াহাটি। সেখান থেকে যাওয়া যায় দেশের অন্য প্রান্তে। ফলে বলা চলে ত্রিপুরা কাছাড় এবং মিজোরাম রেল যোগাযোগে দেশের অন্য প্রান্ত থেকে ছিল বিচ্ছিন্ন।

এ পথেই এ অঞ্চলের জন্য পণ্য সামগ্রী আনা হয়।

প্রায় এক মাস বন্ধ ছিল এই রেল রুট। মঙ্গলবার রাতে একটি মাল গাড়ি আসে আগরতলায়। এদিনই প্রথম পরীক্ষামুলকভাবে এ রুটে চালানো হয় রেল।   তবে এখনও যাত্রী রেল চালানো হয় নি।

জানা গেছে, মাল গাড়ি চলাচলের রিপোর্ট সন্তোষজনক হলে পরে যাত্রী ট্রেন চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
প্রতিনিধি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।