ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ইন্দিরা গান্ধীর ছবি লাগানো কেন্দ্র করে ছাত্র সংঘর্ষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৮, জুলাই ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ইন্দিরা গান্ধীর ছবি লাগানো কেন্দ্র করে ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর আর টি কলেজে।

মঙ্গলবার কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই’র কতিপয় ছাত্র আর টি কলেজের ছাত্র সংসদে ইন্দিরা গান্ধীর ছবি লাগাতে যায়।

জোড়জবরদস্তি এ ছবি লাগাতে গেলে সংসদ সদস্যরা তাদের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে বলে।

কিন্তু এতে কোনো কর্ণপাত করেনি এনএসইউআই’র ছাত্ররা। এ নিয়ে কথা কাটাকাটি ও বাক-বিতণ্ডার জেরে একসময় হাতাহাতিতে হয়।

অভিযোগ এনএসইউআই’র ছাত্ররা সংসদের চেয়ার টেবিল থেকে শুরু করে আলমিড়া ভেঙ্গে চুরমার করে, শুধু তাই নয়, কমন রুমের দুটি ক্যারামবোর্ড ও ভেঙে দেয় তারা।

এক সময় এ সংঘর্ষ কলেজ ছাড়িয়ে রাস্তায় এসে পোঁছায়।

ছাত্র সংঘর্ষের ঘটনায় কিছু বহিরাগতও অংশ নেয় বলে অভিযোগ। প্রিন্সিপালের হস্তক্ষেপে ঘটনা বেশি দূর গড়াতে পারেনি। পশ্চিম থানায় এ ঘটনার সঙ্গে যুক্ত  এনএসইউআই’র ৩ ছাত্রের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়।

বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এ কলেজের ছাত্র সংসদ পরিচালনা করে।    

এদিকে বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই ডুকলি বিভাগীয় কমিটির পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে ও দোষীদের শাস্তির দাবিতে বুধবার সকাল ১১টায় কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও বাধারঘাটে পথসভার আহবান করেছে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।