ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আফজল গুরুকে ক্ষমাভিক্ষা নয়, প্রণবের কাছে আবেদন শিবসেনার

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, জুলাই ২৩, ২০১২

মুম্বাই: ২৪ ঘণ্টাও পেরুয়নি, ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন প্রণব মুখার্জি। এরই মধ্যে শিবসেনা প্রধান বাল থ্যাকারে জানিয়ে দিয়েছেন, ভারতীয় সংসদ হামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুর ক্ষমা ভিক্ষার আবেদন যেন খারিজ করে দেন নতুন রাষ্ট্রপতি।



সোমবার দলের মুখপত্র ‘সামনা’য় সম্পাদকীয় মন্তব্যে তিনি এ আবেদন করেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ফল রোববার প্রকাশিত হয়। ৭ লাখ ১৩ হাজার ৭৬৩ ভোট পেয়ে ত্রয়োদশ রাষ্ট্রপতি পদে আগামী বুধবার শপথ নিতে চলেছেন প্রণব মুখার্জি। ইউপিএ জোটের পাশাপাশি এনডিএ-এর অন্যতম শরিক শিবসেনাও ভোট দেয় তাকে।

রোববারই শিবসেনা সুপ্রিমোকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ। তিনি বলেন, “এই জয় শুধু ইউপিএ বা কংগ্রেসের নয়। এই জয় এনডিএ শরিক শিবসেনারও। ”

উল্লেখ্য, রাষ্ট্রপতির কার্যালয়ে এরই মধ্যে ২৭টি ক্ষমা প্রার্থনার আবেদন রয়েছে। এর মধ্যে অন্যতম হল সংসদ হামলায় দোষী সাব্যস্থ আফজল গুরু। এছাড়াও রয়েছে রাজীব গান্ধী হত্যা মামলায় অভিযুক্তরা। যদিও এ মামলায় তিন জনের আবেদন খারিজ হয়ে যায়। বাকীদের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর ১৪টি আবেদনের কোন সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।