ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা বাড়ানোর দাবি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, জুলাই ১৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প বিদ্যুতের লাইন টানার জন্য ভারত সরকারকে উদ্যোগ নিতে বললেন উত্তর-পূর্বাঞ্চলের বিদ্যুৎ মন্ত্রীরা।

আগামী কয়েক বছরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে বেশ কয়েকটি বড় বিদ্যুৎ প্রকল্প চালু হবার কথা।

এর মধ্যে রয়েছে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্প, যা এবছরেই উৎপাদন শুরু করবে ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ।

উত্তর-পূর্বাঞ্চলে উৎপাদন হওয়া এই বিপুল বিদ্যুতের পুরোটাই এ অঞ্চলে লাগবে না। তার বেশিরভাগই যাবে দেশের অন্য রাজ্যে। এ ক্ষেত্রে এই অঞ্চলের সাথে দেশের অন্য অঞ্চলের বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা তেমন ভালো নয়। প্রয়োজন আরও ভালো পরিবাহী লাইনের। তাছাড়া সন্ত্রাসবাদী সমস্যার কারণে উত্তর পূর্বাঞ্চলে বিদ্যুতের লাইন সারানো যাচ্ছে না। সম্ভব হচ্ছে না নতুন লাইন টানার কাজও। সেজন্য বাংলাদেশের ভেতর দিয়ে একটি বিকল্প বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে এই অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রীরা।

বাংলাদেশের ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা গড়ে তুললে দ‍ূরত্ব কম হবে। তাছাড়া উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের একটি অংশ পর্যন্ত বিদ্যুৎ পরিবাহী লাইন আছে। কারণ উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চল থেকে বাংলাদেশের ভেতর দিয়ে বিদ্যুতের লাইন টানলে বাংলাদেশও বিদ্যুৎ কিনতে পারবে।

এ সব বিবেচনা করে এই অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রীরা এখনই এ বিষয়ে উদ্যোগ নিতে ভারত সরকারকে অনুরোধ করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলঅই ১৮, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।