ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় এনএসডি কোর্সে নেওয়া হবে বাংলাদেশের শিক্ষার্থীদেরও

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, জুলাই ১৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : এনএসডি’র কোর্সে এবার নেওয়া হবে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদেরও। আগামী ৯ আগস্ট থেকে এনএসডি’র নতুন কোর্স শুরু হচ্ছে।



ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) দেশের মধ্যে তাদের দ্বিতীয় কেন্দ্র খুলেছিল ত্রিপুরায় গত বছরের শেষ দিকে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই সংস্থাটি ত্রিপুরার ছেলে মেয়েদের নিয়ে বেশ কয়েকটি নাটকের শিক্ষা শিবির আয়োজন করেছে।

আগামী মাস থেকে তারা সার্টিফিকেট কোর্স চালু করতে যাচ্ছে রাজ্যে। প্রথম অবস্থায় ২০ জনকে নিয়ে চালু হবে এক বছর সময় সীমার এই কোর্স। এর মধ্যে ১০ জন নেওয়া হবে ত্রিপুরা থেকে আর ৮ জন নেওয়া হবে ভারতের অন্যান্য প্রদেশ থেকে। দু’জন নেওয়া হবে বাংলাদেশ থেকেও।

আগামী ৯ আগস্থ নজরুল কলাক্ষেত্রে এনএসডি’র এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এনএসডি’র প্রাক্তন অধিকর্তা কীর্তি জৈন জানিয়েছেন, এই কোর্সের মাধ্যমে নাটক চর্চার পেশাগত দিকগুলো ছেলে মেয়েদের সামনে তুলে ধরা হবে। তাছাড়া বিভিন্ন প্রদেশ ও রাজ্যের ছেলেমেয়েরা এক সঙ্গে থাকলে সাংস্কৃতিক মেল বন্ধনও সুদৃঢ় হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
প্রতিনিধি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।