আগরতলা (ত্রিপুরা): আগরতলার অদূরে গান্ধীগ্রাম এলাকা থেকে বিএসএফ জওয়ানরা ২ লাখ ৪০ হাজার বাংলাদেশি ও ৬০ লাখ ভারতীয় টাকা উদ্ধার টাকা উদ্ধার করেছেন। একই সঙ্গে উদ্ধার হয়েছে ৫০০ বোতল ফেনসিডিল।
তবে কেন এ বাংলাদেশি টাকা মজুদ করা হয়েছিল সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তারা।
রোববার রাতে বিএসএফ জওয়ানরা গোপন সূত্রে খবর পান, গান্ধীগ্রাম এলাকায় গোপাল শীলের বাড়িতে প্রচুর টাকা মজুদ করা রয়েছে।
এ খবরের ভিত্তিতে তারা গান্ধীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ২ লাখ ৪০ হাজার বাংলাদেশি টাকা এবং ৬০ লাখ ভারতীয় টাকা উদ্ধার করেন।
একই জায়গা থেকে তারা ৫০০ বোতল ফেনসিডিলও উদ্ধার করেন।
উদ্ধার হওয়া টাকাগুলো আসল না জাল সে সম্পর্কে কিছু জানাননি বিএসএফ জওয়ানরা।
উদ্ধার হওয়া টাকা ও ফেনসিডিল বিএসএফের পক্ষ থেকে স্থানীয় এয়ারপোর্ট থানার হাতে তুলে দেওয়া হয়।
কিন্তু রাজ্যের ভেতর এ বিপুল পরিমাণে বাংলাদেশি টাকা কেন ও কিভাবে এসেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


 
                 
                .jpg) 
                 
                 
                 
                 
                 
                 
                