আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে।  
রোববার বেলা একটার দিকে আগরতলা থেকে প্রায় দুশ’ কিলোমিটার দূরে গণ্ডাছড়া মহকুমার রতনপুরে এ ঘটনা ঘটে।                     
এখানে রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসের বারো নম্বর ব্যাটেলিয়নের একটি ক্যাম্প। ওই ক্যাম্পের জওয়ানরা এদিন অভিজানে বের হয়েছিল।
পুলিশ জানিয়েছে, সেখানেই লড়াইয়ে ওই জঙ্গির মৃত্যু হয়। তার কাছে একটি এ কে ৪৭ রাইফেল পাওয়া যায়।
তবে নিহত জঙ্গির পরিচয় জানা যায় নি।
কিছু দিন আগেই রাজ্য প্রশাসনে নিরাপত্তা সংক্রান্ত একটি রিপোর্ট জমা পড়ে। এতে রাজ্যে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। রোববারের ঘটনাকে তারই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


 
                 
                .jpg) 
                 
                 
                 
                 
                 
                 
                