ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সন্ত্রাস নিয়ে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবকে বামদের স্মারকলিপি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৭, জুলাই ১৪, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে শুক্রবার স্বরাষ্ট্রসচিবের কাছে স্মারকলিপি দিয়েছে বামপন্থীরা।

কলকাতা জেলা বামফ্রন্টের ৮ সদস্যের এক প্রতিনিধি দল শুক্রবার মহাকরণে স্বরাষ্ট্রসচিব বাসুদেব ব্যানার্জির সঙ্গে দেখা করেন।



বাম নেতৃত্বের অভিযোগ, গত বছরের মে মাসে রাজ্যে ক্ষমতার হাতবদলের পর থেকেই লাগাতার রাজনৈতিক সন্ত্রাস চলছে কলকাতায়। সারা রাজ্যে আক্রান্ত বামপন্থীরা। কিন্তু সব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ। ক্ষেত্রবিশেষে বামপন্থীদেরই বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা না নিলে কেন্দ্রের দ্বারস্থ হবেন তারা।

এ নিয়ে এর আগেও পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে দরবার করেছে বামরা। অভিযোগ, প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।

বাংলাদেশ সময়: ০৪৩৭, জুলাই ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।