ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সরকারি বাসে হঠাৎ ‍আগুন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫২, জুলাই ১৩, ২০১২

কলকাতা: চলন্ত অবস্থায় এক সরকারি বাসে হঠাৎ আগুন ধরে গেল বৃহস্পতিবার।

এদিন, কলকাতার রাজারহাট এক্সপ্রেসওয়ের উপর যাত্রাগাছি মোড়ে কলকাতা সড়ক পরিবহন সংস্থার বাসেটিতে হঠাৎই আগুন লেগে যায়।

বাসটির চালকের বুদ্ধিমত্তায় দুর্ঘটনায় হাত থেকে রক্ষা পান অন্তত চল্লিশ জন বাসযাত্রী। বাসটি সল্টলেক থেকে ডানকুনি যাচ্ছিল।

বাসচালক শ্যামল পাল বাংলানিউজকে জানান, গাড়ির সামনের দিকে প্রথমে শব্দ হয়৷ এরপরই ধোঁয়া বের হতে দেখেন তিনি৷ সঙ্গে সঙ্গে তিনি বাসটা থামিয়ে দেন৷ দ্রুত বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

যাত্রাগাছি মোড়ে হিডকো অফিসের সামনে দাউদাউ করে বাসটি জ্বলতে থাকে ৷আধঘণ্টা পর দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই বাসটিতে আগুন লেগেছে।

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।