ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

জাল টাকাসহ ত্রিপুরায় এক ব্যক্তি গ্রেফতার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, জুলাই ১২, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ভারত এবং বাংলাদেশের জাল টাকাসহ গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আগরতলা শহর থেকে কিছুটা দূরে আমতলী এলাকায়।



দুপুরে বিএসএফ জওয়ানরা আমতলী এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। তার কাছে আড়াই হাজার ভারতীয় জাল টাকা এবং বাংলাদেশের পাঁচ হাজার জাল টাকা পাওয়া গেছে। বিএসএফের পক্ষ থেকেই জানানো হয়েছে এই খবর।

কিন্তু বিএসএফ কর্মকর্তারা ধৃত ব্যক্তির নাম ঠিকানা জানাননি। তারা বলেছেন, এর আগে রাজ্যে খুব কম সময়ই বাংলাদেশি জাল টাকা পাওয়া গেছে। তাছাড়া এখন জঙ্গিরা নতুন করে জাল টাকার কারবারে যুক্ত হয়েছে। ফলে গোটা বিষয়টি তাদের ভাবাচ্ছে। তারা গোটা বিষয়টির তদন্ত করছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা ধৃতের নাম ধাম জানাবেন না।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।