ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের ডাকা ত্রিপুরা বন্ধের বিরোধিতায় বামপন্থীরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, জুলাই ১২, ২০১২

আগরতলা (ত্রিপুরা): কংগ্রেসের ছাত্র এবং যুব সংগঠনের ডাকা ১২ ঘণ্টা ত্রিপুরা বন্ধের তীব্র বিরোধিতা করছে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলো। তারা বলেছে, এ বন্ধ ছাত্র স্বার্থে নয়।

এ বন্ধের উদ্দেশ্য রাজনৈতিক।

শুধুমাত্র বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলোই নয়, বন্ধের বিরোধিতায় রাস্তায় নামছে সিপিএমও। দলের পক্ষ থেকে রাজ্য সম্পাদক বিজন ধর বলেছেন, এ বন্ধ রাজনৈতিক অভিসন্ধিমূলক। একে উপেক্ষা করারও আহ্বান জানিয়েছেন তিনি।

বন্ধের বিরোধিতায় সারা রাজ্যে সভা সমাবেশ করছে বামপন্থীরা। শুক্রবারের ওই বন্ধকে কেন্দ্র করে রাজ্যে হাঙ্গামা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

গত ৭ জুন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল বের হয়। এর পরই তিন ছাত্র-ছাত্রী ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন। নিম্ন আদালত ওই মামলা খারিজ করে দেন। পরে হাইকোর্টে যান ওই তিন জন। সেখানে এখন মামলাটি চলছে। তবে হাইকোর্ট প্রাথমিকভাবে সমস্ত উত্তরপত্র আদালতের হেফাজতে নিয়ে নিয়েছে।

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ঘটনা নিয়ে বন্ধ ডেকেছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এবং যুব কংগ্রেস।

শুক্রবার সারা রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে তারা।

কংগ্রেসের এ দুই সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে মারাত্মক মেধা কেলেঙ্কারি হয়েছে।

এনএসইউআই’র সভাপতি ভিকি প্রসাদ এবং যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী জানান, গত তিন দিন ধরে সারা রাজ্যে তারা বিক্ষোভ কর্মসূছি পালন করছে। বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়াচ্ছে।

ওই দুই সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ভেঙে দেওয়া, বোর্ডের চেয়ারম্যানকে গ্রেফতার এবং হাইকোর্টের বিচারপতিকে দিয়ে এ ঘটনার তদন্ত করানোর দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর                                          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।