ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বুদ্ধদেবদের বিরুদ্ধে কম দামে ফ্ল্যাট কেনার অভিযোগ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, জুলাই ৬, ২০১২

কলকাতা: বিগত বাম সরকারের আমলে বাজারদর থেকে ২০-২৫ গুণ কম দামে ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ একাধিক বাম নেতার বিরুদ্ধে।

এই তালিকায় রয়েছেন বর্তমান বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র, সিটুর সভাপতি শ্যামল চক্রবর্তী।

এছাড়া প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের বিরুদ্ধেও ওই একই অভিযোগ তুলেছে একটি সংবাদ মাধ্যম।

বিষয়টি এদিন বিধানসভায় তোলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। পরে বিবৃতি দেন আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস। যা নিয়ে বিরোধীতা করে বিধানসভা ওয়াকআউট করে বাম বিধায়করা।

সংবাদমাধ্যমটির অভিযোগ, কলকাতার বালিগঞ্জ অঞ্চলে পাম এভিনিউর যে ফ্ল্যাটটিতে বুদ্ধদেব বাবু থাকেন, সেটি নামমাত্র মূল্যে নিজের নামে নথিভুক্ত করান তিনি। যেখানে প্রতি বর্গ ফুট অন্তত ১০ হাজার রুপি, সেখানে মাত্র ৮৮৪ রুপি প্রতি বর্গ ফুট দামে সরকারি ফ্ল্যাটটির মালিকানা পেলেন মাত্র ৪ লাখ ৮৫ হাজার ৮৩৮ রুপিতে। যার বর্তমান বাজার মূল্য ৮০ লাখ রুপির কাছাকাছি।

এছাড়া সিটুর সভাপতি শ্যামল চক্রবর্তীর নামে মানিকতলায় এমআইজি হাউজিং এস্টেটের ডি/৬ ফ্ল্যাটটির মালিকানা একইরকম ভাবে এসেছে বলে অভিযোগ। শ্যামলবাবুর ১০১২ বর্গ ফুটের সরকারি ফ্যাটের মালিক হয়েছেন মাত্র ২ লাখ ৩১ হাজার ৬৬০ রুপির বিনিময়ে। যার বাজার মূল্য ৬০ লাখ রুপি।  

রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের ঠিকানা বি/১০, কড়েয়া হাউজিং এস্টেট। ৮০০ বর্গ ফুটের এই ফ্ল্যাটটি তিনি পেয়েছেন ২ লাখ ৪ হাজার ৩৫৮ রুপিতে। যার বাজার মূল্যও ৬০ লাখ রুপির বেশি বলে অভিযোগ।

তেমনি রাজ্য কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, ৮২৪ বর্গ ফুটের সরকারি ফ্ল্যাট তিনি পেয়েছেন ৪ লাখ ৮২ হাজার ১৬৫ রুপিতে। বর্তমান বাজারদর অনুযায়ী প্রায় ৮০ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
আরডি/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।