ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পাকিস্তানের জেল থেকে মুক্ত ভারতীয় সুরজিৎ সিং

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, জুন ২৮, ২০১২

নয়াদিল্লি: পাকিস্তানের জেল থেকে বৃহস্পতিবার মুক্তি পেলেন ভারতীয় সুরজিৎ সিং।

তিন দশকের জেল জীবনের অবসান হল তার।

এদিনই পাকিস্তানের কোট লাখপত জেলের দরজা খুলে যায় সুরজিতের সামনে। এরপর সকাল ১০টায় ওয়াঘা বর্ডার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন সুরজিৎ সিং।

১৯৮০ সালে ভারতের হয়ে চরবৃত্তির জন্য তাকে গ্রেফতার করে পাকিস্তানের পুলিশ। ১৯৮৯ সালে তার শাস্তি মওকুফ করে দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সুপারিশে রাষ্ট্রপতি গোলাম ইশাক খান। তারপরও দীর্ঘদিন জেল জীবন ভোগ করেন সুরজিত সিং।

তার বাড়ির লোকের দাবি রাতের অন্ধকারে ভুল করে তিনি পাকিস্তানে ঢুকে পড়েন।

ওয়াঘা বর্ডারে সুরজিৎ সিংয়ের স্ত্রী ও ছেলে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। এদিন সুরজিৎ সিং জানান, ‘আর কোন দিন তিনি পাকিস্তানে যাবেন না। ’

এদিকে, এদিন অপর ভারতীয় বন্দি সরবজিৎ সিংয়ের মুক্তির দাবিতে দিল্লির যন্ত্রর-মন্ত্ররে প্রতিবাদ করে তার পরিবারের লোকেরা। ভারত সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানান তারা।

পাকিস্তান সরকার ৩১৫ জন ভারতীয় মৎসজীবীকেও মুক্তি দিচ্ছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুন ২৮, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।