ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আলিপুর নারী সংশোধনাগার পরিদর্শন করলেন বাংলাদেশের আইজি প্রিজন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, জুন ২৭, ২০১২
আলিপুর নারী সংশোধনাগার পরিদর্শন করলেন বাংলাদেশের আইজি প্রিজন

কলকাতা: বাংলাদেশে সাজাপ্রাপ্ত আসামিদের জন্য কারাগারের পরিবর্তে ভারতের মতো সংশোধনগার গড়ার উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা সরকার।

ফ্রান্সের সংস্থা ইয়োন ওডিসিটি সংস্থা বাংলাদেশে এই পরিকল্পনা রূপায়নের দায়িত্ব নিয়েছে।

গত ২৪ জুন এ সংস্থা আয়োজিত এক কর্মশালায় অংশ নিতে ভারতে এসেছেন আইজি প্রিজন আশরাফুল ইসলামের নেতৃত্ব ৯ সদস্যের প্রতিনিধি দল।

এ দলে রয়েছেন কাশিমপুর কারাগারের জেল সুপার, ২ জন প্রকৌশলী, একজন প্রজেক্ট ডিরেকটর, একজন যুগ্ম সচিব প্রমুখ।

দলটি ২৬ জুন রাতে কলকাতায় আসে। বুধবার তারা আলিপুর নারী সংশোধনাগার পরিদর্শন করেন। বিকেলে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে বাংলানিউজকে আশরাফুল ইসলাম বলেন, “বর্তমান সরকার কারাগারের ধারণা পরিবর্তন করে সংশোধনাগার তৈরি করতে চলেছে। সে বিষয়ে জানতেই আমরা এসেছি। প্রথমে ঢাকার কাশিমপুর কারাগারকে সংশোধনাগারে রূপান্তরিত করা হবে। ”

তিনি বলেন, “আমরা আলিপুরে নারী সংশোধনাগার পরিদর্শন করে অভিভূত। এখানকার নারী বন্দিরা আমাদের নাচ, গান ও নাটক করে দেখালো। এভাবে যে বন্দিদের নিয়ে কাজ করা যায় তা একটা দৃষ্টান্ত। ”

সাজার মেয়াদ শেষ হওয়ার পরও অনেক বাংলাদেশি বন্দি পশ্চিমবঙ্গে আছেন- এ বিষয়ে তিনি বলেন, “সঠিক পরিসংখ্যানটা আমি এ মুহূর্তে দিতে পারবো না। তবে আলিপুরে ৬৩ জন নারী আছেন, এদের মধ্যে ২১ জনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা সবাই বাংলাদেশে ফিরতে চান। ঢাকা ও দিল্লির মধ্যে কথা হচ্ছে। আমি আশাবাদী তারা দ্রুত দেশে ফিরে যাবেন। ”

দলটি বুধবার রাতে ট্রেনে দার্জ্জিলিং যাবে। বৃহস্পতিবার তারা দার্জ্জিলিং সংশোধনাগার পরিদর্শন করবেন। ২ জুলাই তারা কলকাতা হয়ে ঢাকা ফিরে যাবেন।

বাংলাদেশ সময়:  ২১১৬ ঘণ্টা, জুন ২৭, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।