ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় লরি-ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, জুন ২৬, ২০১২

কলকাতা: লরির সঙ্গে ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে কলকাতায় ২জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ কলকাতার পার্ক সার্কাস এলাকায়।

ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্কসার্কাসের কাছে সৈয়দ আহম্মদ আলী সরণিতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ট্যাক্সিকে ধাক্কা মারে। লরিটি ট্যাক্সির উপরে উঠে যায়।

ঘটনাস্থলেই ট্যাক্সিতে থাকা ২ যাত্রী নিহত হয়েছে। নিহতদের নাম শারদ তিওয়ারি ও জয়ন্ত দাস। ঘটনায় আহতদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরির চালক এবং খালাসি পলাতক।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।