ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলের কাছে ফের সমর্থন চাইলেন প্রণব

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, জুন ২৪, ২০১২

কলকাতা : নাম না করে আরো একবার তৃণমূলের কাছে   সমর্থন চাইলেন ভারতের ভাবী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

রোববার সকালে রামকৃষ্ণ মিশনের বেলুর মঠে যাওয়ার আগে ঢাকুরিয়ায় নিজের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ইউপিএ প্রার্থী হিসাবে সকলের কাছে সমর্থনের আবেদন রাখছি।

যারা এখনও সিদ্ধান্ত নেয়নি, তাদের কাছেও আমাকে সমর্থন দিতে আবেদন করছি।

সূত্রের খবর, প্রয়োজনে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছেও আবেদন রাখতে পারেন তিনি।

এদিকে শনিবার নিজের গ্রামের বাড়ি বীরভূমের কীর্ণাহার থেকে রাতেই কলকাতায় ফিরে আসেন তিনি। দিল্লি যাওয়ার আগে এদিন সপরিবারে বেলুর মঠে যান।

রোববার সকাল পৌনে এগারোটা নাগাদ প্রবল বৃষ্টির মধ্যেও তিনি বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দেন। সাড়ে এগারোটা নাগাদ মঠে পৌ‍ঁছান। সঙ্গে রয়েছেন পরিবারের লোকজন।

মঠে পুজো দিয়ে তিনি রামকৃষ্ণ মিশনের মহারাজদের সঙ্গে কথা বলেন ও আর্শীবাদ চান।

প্রণব মুখার্জির এই সফরকে ঘিরে বেলুর মঠে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ সময় : ১২৩২ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর. নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।