ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বীরভূমে রাজনৈতিক সংর্ঘষে তৃণমূল নেতা আহত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, জুন ২২, ২০১২

কলকাতা: রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিলো বীরভূম জেলার সদর সিউড়ির দু’নম্বর ব্লকের ইন্দ্রগাছা গ্রাম। তৃণমূল গোষ্ঠীর বিবাদ এ সংঘর্ষের মূল কারণ বলে জানা গেছে।



এ সংঘর্ষে গুরুতর আহত এক স্থানীয় তৃণমূল নেতাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০০ দিনের কাজের বন্টন নিয়েই ঘটনার সূত্রপাত। শুক্রবার সকালে ইন্দ্রগাছা গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য পাশের পাড়ায় গেলে সেখানকার কিছু মানুষ তাকে ঘিরে ধরে মারধোর করে।

এরপর দু’পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি শুরু হয়। বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে কমব্যাক্ট ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরিস্থিতি এখনও থমথমে।

এদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে গ্রাম্যবিবাদকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। এদিন সকালে সিপিএমের লোকেরা তৃণমূল নেতার উপর প্রথমে আক্রমণ চালায়।

যদিও সিপিএমের পক্ষ থেকে এটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২২, ২০১২
আরডি /সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।