ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্বের সেরা ১০০ ধনী ক্রীড়াবিদের তালিকায় শচীন ও ধোনি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, জুন ১৯, ২০১২

নয়াদিল্লি: বিশ্বের একশ’ ধনী ক্রীড়াবিদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের মহেন্দ্র সিংহ ধোনি ও শচীন টেন্ডুলকার।

যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ‘ফোর্বস’ সম্প্রতি বিশ্বের একশ’ ধনী ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করে।

সেখানে ধোনি রয়েছেন ৩১তম স্থানে। ভারতের অপর তারকা ক্রিকেটার শচীন রয়েছেন ৭৮ নম্বরে।

তালিকায় সবার আগে রয়েছেন মার্কিন বক্সার ফ্লোয়ড ম্যয়ওয়েদার জুনিয়র। গত বছর দু’টি লড়াইয়ে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার রোজগার করেন ফ্লোয়ড। যদিও বিশ্বের সর্বোচ্চ এ ধনী ক্রীড়াবিদ ঝামেলায় জড়িয়ে পড়ে বর্তমানে তিন মাসের জেল খাটছেন।

৬২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অপর মার্কিন ফাইটার টিম ব্র্যাডলি। ২০০১ সাল থেকে ফোর্বস তালিকায় প্রথম স্থানে থাকা গলফের রাজা টাইগার উডস রয়েছেন তৃতীয় স্থানে।

একশ’ জনের তালিকায় দু’জন মাত্র মহিলা ক্রীড়াবিদ রয়েছেন। তারা টেনিসের সঙ্গে যুক্ত। প্রথম জন রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা(২৬তম) এবং দ্বিতীয় জন চীনের লি না(৮১তম)।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ১৯, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।