ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পুলিশ কনস্টেবল পরীক্ষা দিতে আসা আরও ১ জনের মৃত্যু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, জুন ১১, ২০১২

কলকাতা: কলকাতা পুলিশের কনস্টেবলের পদে পরীক্ষা দিতে এসে সুরেশ ভুজল নামের আরও এক জনের মৃত্যু হয়েছে। গত ৬ জুন সে পরীক্ষা দিতে এসেছিল।

একই ঘটনায় কদিন আগে অভিষেক পালের মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার প্রখর রোদে ১হাজার ৬০০ মিটার দৌড়ে অংশ নিয়ে সুরেশ অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুর সঙ্গে কদিন লড়াই করার পরে সোমবার ভোর ৫-৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতালের পক্ষ থেলে জানানো হয়েছে, রোববার থেকেই কালিম্পংয়ের বাসিন্দা সুরেশের লিভার ও শ্বাসযন্ত্র ঠিকমত কাজ করছিল না। তার হিমোডায়ালিসিসও করা হয়। তবুও তাকে বাঁচানো সম্ভব হয় নি। একই পরীক্ষায় এই নিয়ে দ্বিতীয় জনের মৃত্যু হল।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ১১, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।