ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: সরওয়ার আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, অক্টোবর ১৬, ২০২৫
একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: সরওয়ার আলমগীর ...

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, একটি দল নতুন নতুন দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাতে লাভ হবে ফ্যাসিস্টের।

দলটি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পাঁয়তারা করছে। কিন্তু দেশের মানুষ সেটা হতে দেবে না।
 

তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন, নির্বাচন বানচালকারিদের জনগণ প্রতিহত করবে। জনগণই সকল ক্ষমতার উৎস।

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মুনাফকিল মাদ্রাসার সামনে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন নান্নু’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিশেষ অতিথি  ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, নূরুল ইসলাম মেম্বার, নাছির উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শাহারিয়ার চৌধুরী, মুনসুর আলম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল।  

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম ও পৌরসভা যুবদলের সদস্য সচিব সায়ফুল হায়দার রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন জহুর আলম সওদাগর, মো. ওসমান, এস এম আবু মুনসুর, আজম খান, জালাল চৌধুরী, মোসরাফুল আনুয়ার মধু, বেলাল কাউন্সিলর, রশিদ চৌধুরী, আবু সালেহ, নজরুল, মাহাবুল আলম, হাছান চৌধুরী, বেলাল বিন নূর, রফিক, এরশাদ, সাদ্দাম, জাহাঙ্গীর, নাজিম, ফরিদ, হেলাল, আরিফ, সোলায়মান, জব্বার প্রমুখ।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।